অভিভাবকের অধিকার সংক্রান্ত নথিপত্র

Jamaica Hospital Medical Center প্রতিটি শিশুকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং সেইসাথে আপনাকে নিশ্চিত করে যে, আপনার শিশুর অভিভাবক এবং তত্ত্বাবধানকারী হিসেবে আপনাকে সুনির্দিষ্ট কিছু অধিকার এবং স্বাধীনতা রয়েছে। Jamaica Hospital মনে করে যে, প্রতিটি মাতা, পিতা এবং বৈধ অভিভাবক হচ্ছেন স্বাস্থ্যসেবা দলের একেকজন গুরুত্ত্বপূর্ণ সদস্য এবং আমরা আপনাকে অনুপ্রাণিত করি যেন আপনি আপনার সন্তানের সেবার সম্পর্কে হাসপাতালের স্টাফদের সাথে আলোচনা করে থাকেন।

Jamaica Hospital এর অভিভাবকের অধিকার সংক্রান্ত নথিপত্র এবং সেই সাথে “রোগীর অধিকার সংক্রান্ত নথিপত্র,” রোগীদের অধিকার এবং অপ্রাপ্তবয়স্ক রোগীদের অভিভাবক, বৈধ অভিভাবক অথবা, অন্যান্য ব্যক্তিবর্গ যাদের রোগীর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে তাদের অধিকার সুনির্দিষ্ট করে যাতে একটি ন্যূন্যতম অধিকার সংরক্ষণ করা সম্ভব হয় যা নিউ ইয়র্ক স্টেটের হাসপাতালগুলোর সেবা প্রদানের ব্যবস্থা বিধানের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধি ও আইনের সাথে সঙ্গতিপূর্ণ।

Jamaica Hospital এর অভিভাবকের অধিকার সংক্রান্ত নথিপত্র আইন এবং গোপনীয়তা রক্ষার ব্যবস্থাপনার আওতাভুক্ত এবং আপনার সন্তান এই হাসপাতালে ভর্তি হলে অথবা, জরুরী বিভাগে চিকিৎসা সেবা গ্রহণকালে এটি কার্যকর বলে বিবেচিত হবে।

একজন মাতা, পিতা, বৈধ অভিভাবক অথবা, এমন ব্যক্তি যার এই হাসপাতালে সেবা গ্রহণকারী রোগীর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে সে হিসেবে আইনের সাথে সঙ্গতি রেখে আপনার নিম্নলিখিত অধিকার আছে:

  • আপনার সন্তানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর নাম জানতে পারা এবং আপনার সন্তানের মেডিকেল রেকর্ডে সে তথ্য নিবন্ধনের ব্যবস্থা করতে পারার অধিকার।
  • আপনার শিশুর একক প্রয়োজন পূরণে যথোপযুক্ত উপকরণ সহকারে যোগ্যতাসম্পন্ন এবং যথাযথভাবে স্বীকৃত স্টাফ একটি ব্যবস্থার মধ্যে পাওয়ার অধিকার রয়েছে।
  • যতদূর পর্যন্ত সম্ভব আপনার সন্তানের স্বাস্থ্য এবং সুরক্ষার প্রয়োজনে অন্তত পিতা-মাতার একজন বা, অভিভাবক শিশুর সাথে সবসময় থাকতে পারার অধিকার রয়েছে।
  • আপনার সন্তানের বর্তমান অবস্থার সাথে সুপরিচিত এমন একজন চিকিৎসক, চিকিৎসকের সহায়তাকারী অথবা কর্তব্যরত নার্সের মাধ্যমে আপনার সন্তানকে হাসপাতালে ভর্তি করানোর সময় অথবা, জরুরী বিভাগ পরিদর্শনের সময় যে সকল রোগ-নির্ণয়ে সহায়ক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে তার ফলাফল পর্যালোচনা করানোর অধিকার রয়েছে।
  • যে কোন রোগ-নির্ণয়ে সহায়ক পরীক্ষা-নিরীক্ষা যা থেকে গুরুতর ফলাফল (critical value results) বেরিয়ে আসতে পারে এমন সব ফলাফল একজন চিকিৎসক, চিকিৎসকের সহায়তাকারী এবং/অথবা কর্তব্যরত নার্সের মাধ্যমে পর্যালোচনা না করানো পর্যন্ত আপনার সাথে বা, সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে এমন ব্যক্তির সাথে অথবা, প্রযোজ্য ক্ষেত্রে আপনার সন্তানের সাথে যোগাযোগ না করা পর্যন্ত আপনার শিশুর হাসপাতাল ত্যাগ না করার অধিকার রয়েছে। গুরুতর ফলাফল (critical value results) বলতে সেই সকল ফলাফলকে বোঝায় যা কোন জীবনঘাতি অথবা, জটিল অবস্থাকে নির্দেশ করে যেখানে অতিসত্ত্বর চিকিৎসা সেবা প্রয়োজন হয়।
  • আপনি অথবা, প্রযোজ্য ক্ষেত্রে আপনার সন্তান কোন লিখিত ছাড়পত্র পরিকল্পনা (যে সম্পর্কে আপনাকে এবং আপনার সন্তানকে অথবা চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার প্রাপ্ত ব্যক্তিকে মৌখিকভাবেও জানানো হবে) হাতে না পাওয়া পর্যন্ত আপনার শিশুর হাসপাতাল বা, জরুরী বিভাগ ত্যাগ না করার অধিকার রয়েছে। এই লিখিত ছাড়পত্র পরিকল্পনাটিতে আপনার সন্তানের হাসপাতালে অবস্থানকালীন সময়ে সম্পন্ন পরীক্ষাগার প্রক্রিয়া বা, রোগ নির্ণয়ে সহায়ক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার গুরুতর ফলাফল (critical value results) আলাদাভাবে নির্দেশিত থাকবে এবং যে সকল পরীক্ষা-নিরীক্ষা এখনো শেষ হয়নি তাও উল্লেখ করা থাকবে।
  • আপনার, প্রযোজ্য ক্ষেত্রে আপনার সন্তানের অথবা, চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার প্রাপ্ত ব্যক্তি যাতে স্বাস্থ্য বিষয়ক তথ্যাবলি বুঝতে পারেন এবং যথাযথ স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত নিতে পারেন সেজন্যে বোধগম্য উপায়ে আপনার সন্তানের রোগ নির্ণয়ে সহায়ক পরীক্ষা-নিরীক্ষার গুরুতর ফলাফল (critical value results) এবং ছাড়পত্র পরিকল্পনা পাবার অধিকার রয়েছে।
  • আপনার সন্তানের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারীর (যদি Jamaica Hospital এর পরিচিত হয়) জন্য হাসপাতালে অবস্থানকালীন সময়ে অথবা, জরুরী বিভাগে সেবা গ্রহণকালীন সময়ে যেসকল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার ফলাফল পাবার অধিকার রয়েছে।
  • সেবা গ্রহণকালীন সময়ে নির্ণীত রোগ অথবা, সম্ভাব্য রোগ, সম্ভাব্য জটিলতা এবং আপনার সন্তানের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে যেসকল যোগাযোগ করা হয়েছে সে সম্পর্কে তথ্য দিতে অনুরোধ করার অধিকার রয়েছে।
  • আপনার সন্তান হাসপাতাল অথবা, জরুরী বিভাগ ত্যাগ করার সময় পরবর্তী যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার পাবার অধিকার যেটিতে কোন জটিলতা সৃষ্টি হলে অথবা, আপনার সন্তানের স্বাস্থ্য বিষয়ক কোন প্রশ্ন থাকলে আপনি কল করতে পারবেন।